সুঁচো-ইঁদুরের ইতিকথা
রূপান্তর : শেখ আবদুল্লাহ নূর- ৩০ নভেম্বর ২০২২, ০০:০৫
(গত দিনের পর)
এ কথা বলে ধনী লোকটি আকাশের দিকে আঙুল তুলে। তারপর চিৎকার করে বলে, হে প্রভু, কাল ভোরে এসে তুমি সাক্ষী দিয়ে যেয়ো, কার জমি কোনটি। তোমার বিচার আমরা মেনে নেবো। এই ফরিয়াদ জানালাম তোমার কাছে হে প্রভু। এই দীনহীন গরিব লোকটি, সে কিনা আমার এত উর্বর জমিটা নিয়ে নিতে চায়। মিথ্যে বলে নিয়ে নিতে চায় সে। প্রভু হে, তুমি কাল এসে ফয়সলা করে দিও।
ধনী লোকের এমন কথা শুনে গরিব লোকটি তার নিজের কথা হারিয়ে ফেলে। সে ভাষা খুঁজে পায় না। কী বলবে সে। মানুষ এত কপট হতে পারে? সে ধীরে ধীরে বাড়ি চলে যায়। মনে মনে বলে, আচ্ছা দেখি, কাল ভোরে এসে দেখি, প্রভু কী বিচার করে দেয়। প্রভু তো আর কারো একার না। ধনী গরিব সবার জন্যই এক প্রভু। সেই প্রভু যদি এসে সাক্ষী দিয়ে যায়, তার সাক্ষী তো মিথ্যে হতে পারে না। সে কান্নাভেজা চোখে ধীর পায়ে হেঁটে বাড়ি চলে যায়।
(চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা