সুঁচো-ইঁদুরের ইতিকথা
- রূপান্তর : শেখ আবদুল্লাহ নূর
- ২৮ নভেম্বর ২০২২, ০০:০০
(গত দিনের পর)
সকালে সূর্য ওঠার আগে চলে এসো এখানে। তোমার যে ক‘জন সাক্ষী-সাবুদ আছে দরকার মনে করলে তাদেরকেও নিয়ে এসো। আমি তোমাকে এবং তোমার সঙ্গে আসা সবাইকে প্রমাণ দিয়ে দেবো, এই জমিখণ্ডটিই আমার। আর ওই যে বিরান পড়ে থাকা জমিটি, ওটাই তোমার। হ্যাঁ, যাও কাল ভোরে এসো। তোমার যতজন ইচ্ছে সাক্ষী নিয়ে এসো। প্রভুর দুনিয়ায়, প্রভু নিজে এসে সাক্ষী দিয়ে যাবে যে এই জমি আমার। প্রভু ভালো করেই জানেন কার জমি কোনটি। এতো কথা বলে কাজ নেই। যাও যাও, বাড়ি যাও। কাল প্রভু এসে বিচার করে দিবে। তিনি যে বিচার করে দেন, সেটা মেনে নিবে তো? নাকি তখনো প্রভুর কথা অমান্য করবে? গরিব মানুষদের বিশ্বাস নেই। তোমরাই তো দিনকে রাত আর রাতকে দিন বানাও।
তবে মনে রেখো, প্রভুর বিচার অমান্য করলে কিন্তু আমি শুনব না। আমি ধনী লোক। প্রভুর কথা মান্য করেই আমি ধনী হয়েছি। তিনি যে রায় দেন, আশা করছি, তুমিও সেটি মেনে নেবে। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা