ক্লাসরুমে ক্ল্যাশ
- প্রিন্স আশরাফ
- ২৮ নভেম্বর ২০২২, ০০:০০
ঊনপঞ্চাশ.
‘উহু।’ গাজর চিবাতে চিবাতে এক্সম্যান দুদিকে মাথা নাড়লেন।
‘তাহলে আপনি হঠাৎ করে ওভাবে ভূতের মতো কোত্থেকে উদয় হলেন?’ সজীব প্রশ্নটা না করে পারল না। তার ভেতরের ভূতের ভয় এখনো কাটেনি। সে ভুতের সাথেই আছে কিনা সেটা নিশ্চিত হয়ে নিতে চায়।
‘ও আচ্ছা, এই কারণে তুই এখনো আমাকে ভূত ভেবে ভয় পাচ্ছিস। ভয় পাওয়ার কিছু নেই। মাটির নিচে একটা তলকুঠুরি আছে। আমি ওখানেই থাকি। ওখান থেকেই উঠে এসেছি। ওই বোধ হয় কেউ তোর খোঁজে এদিকে আসছে। পায়ের শব্দ শুনতে পাচ্ছিস।’
শব্দটা সজীব আরো আগে শুনতে পাচ্ছিল। এখন বুঝতে পারল ওটা মানুষের পায়ের শব্দ। কোনো ভৌতিক শব্দ নয়। এদিকেই এগিয়ে আসছে।
‘কি করবি তুই?’ আচমকা প্রশ্ন করলেন এক্সম্যান। ‘তোর কাছে দুটো অপশন আছে। এক তুই নিজে এখন তোর লোকজনের সামনে আত্মপ্রকাশ করে আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারিস। দুই, তুই নিজে আজ রাতটা আমার সাথে আড়ালে কাটিয়ে সকালে আত্মপ্রকাশ করতে পারিস। তাতে আমার জীবনের ঝুঁকি থাকে না।’
(চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা