স্থলের সবচেয়ে বড় মাংসাশী প্রাণী
- ২৮ নভেম্বর ২০২২, ০০:০০
ছোট্ট বন্ধুরা,
বলতে পারো স্থলের সবচেয়ে বড় মাংসাশী প্রাণীর নাম কী? মেরুভল্লুক। এটি কী? এক ধরনের ভল্লুক। ভল্লুক প্রজাতির সবচেয়ে বড় প্রাণীও কিন্তু এটি। এদের শরীর ঘন পুরু কেশযুক্ত। মেরুভল্লুক বাস করে উত্তর আর্টিকে। এটি একটি বরফের মহাদেশ। আর্টিকের ভাসমান বরফের আস্তরণে এরা বেশি সময় কাটায়। মেরুভল্লুক শুধু উত্তর আর্টিকেই দেখা যায়। এখানকার ভীষণ ঠাণ্ডা পরিবেশ এদের বসবাসের উপযোগী। আর্টিকের বরফ আর তুষারপাতেই এরা ভালোভাবে খাপখাইয়ে চলতে পারে। খাপখাওয়া কী? মানিয়ে চলা। মেরুভল্লুকের গড় উচ্চতা ৮ দশমিক ৫ ফুট বা ২ দশমিক ৬ মিটার। একটি পূর্ণবয়স্ক মেরুভল্লুকের গড় ওজন ৯০০ পাউন্ড আর পূর্ণবয়স্ক স্ত্রীর গড় ওজন ৫০০ পাউন্ড। এবার ছবি দেখো। ইচ্ছে করলে অবসরে আঁকতেও পারো।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা