সুঁচো-ইঁদুরের ইতিকথা
রূপান্তর : শেখ আবদুল্লাহ নূর- ২৭ নভেম্বর ২০২২, ০০:০৫
(গত দিনের পর)
কিন্তু ধনী লোকটির কাছে গরিব লোকের কোনো কথাই ধোপে টিকে না। তাছাড়া, কথায় গরিব লোকটি তেমন কৌশলী নয়। সে মারপ্যাঁচে কথা বলতে পারে না। যা বলে সরাসরি। কথা কাটাকাটিতেও পেড়ে ওঠে না সে। গরিব লোকের কথা কে শোনে? আর ধনী লোকের কথার মধ্যে কৌশলী ভাব আছে, মিথ্যের মাধুর্য আছে। ইনানো বিনানো আছে। যুক্তি দিয়ে বুঝিয়ে কথা বলতে পারে সে। গরিব লোকটির কোনো যুক্তি, আকুতি মিনতে, প্রতিবাদ ধনী লোকটির কানে পৌছে না। গরিব লোকটি বলে, আমার জমি এটি। আমি এই জমিতে যব বুনেছি। নিড়ানি দিয়েছি, সেঁচ দিয়েছি। আর এখন বলছ এই জমি তোমার? না না, এটা হতেই পারে না।
ধনী লোকটি বলে, যত্তো সব অভাগার দল। এই সবুজ যবে ডুবে যাওয়া ক্ষেতটিই যে আমার এটা তোমাকে বুঝি যে দিতে হবে? আমার জমি, আমি চিনব না? তোমাকে চিনিয়ে দিতে হবে? আচ্ছা, তোমার যদি বিশ্বাস না হয়, তা হলে আগামীকাল সকালে এসো। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা