ক্লাসরুমে ক্ল্যাশ
- প্রিন্স আশরাফ
- ২৭ নভেম্বর ২০২২, ০০:০৫
আটচল্লিশ.
আপনি এখনই খোঁজ নিন। না হলে কিন্তু পরে বড় ধরনের বিপদ হতে পারে। আপনার শুধু চাকরি নয়, সবকিছু নিয়ে টানাটানি পড়ে যেতে পারে...’ নয়ন হুমকি দেখিয়ে মোবাইল বন্ধ করে দিলো। তারপর সিম খুলে রাখল।
প্রিন্সিপাল সাথে সাথেই নেতাকে ফোন দিয়ে উড়ো ফোনের কথা বললেন। আর পুলিশকে খবর দিলেন।
এই মাঝরাতে ওই ভুতুড়ে রুমে যেতে তার নিজেরও ভয় করে।
দশ.
খেয়ে দেয়ে সজীবের শরীরে জোর বেড়েছে। মশার কয়েল জ্বলার কারণে মশাও তেমন নেই। তাছাড়া এখন আর জংলি চেহারার এক্সম্যানকে তার ভয় করছে না। শুধু চেয়ারটেবিলে বসে থাকতে একটু কষ্ট হচ্ছে।
‘কিছু মনে না করলে, একটা কথা জিজ্ঞেস করব?’ সজীব ইতস্তত করে বলল। হাজার হলেও বিজ্ঞান স্যার। ধুম করে কিছু বলে বসা যায় না।
‘হুম, জিজ্ঞেস করো। স্যারদের কাছে জিজ্ঞেস করবে নাতো কাকে জিজ্ঞেস করবে?’ এক্সম্যান গাজর চাবাতে চাবাতে বললেন। তাকে দেখে মনে হচ্ছে বনের একটা পশু গাজর খাচ্ছে।
‘আমাকে যখন এই রুমে ঢুকিয়ে দিলো আপনি দেখেছিলেন? জানতেন?’
(চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা