সুঁচো-ইঁদুরের ইতিকথা
রূপান্তর : শেখ আবদুল্লাহ নূর- ২৬ নভেম্বর ২০২২, ০০:০৫
(গত দিনের পর)
এমন জলজ্যান্ত মিথ্যা কথা শুনে গরিব লোকটি কী করবে বুঝতে পারছে না। তার কাছে মনে হলো, পৃথিবীটা কি উল্টো হয়ে গেল। এই দুনিয়ার নিয়ম কানুন কি পাল্টে গেল সব? তা না হলে এমনভাবে সেদিনকে রাত করে কীভাবে। ধনী মানুষেরা কি এমনই? এরা কি এভাবেই দিনকে রাত আর রাতকে দিন বানিয়ে দেয়? চাঁদকে সূর্য আর সূর্যকে চাঁদ বানিয়ে দেয়? আসলে কি এভাবেই তারা ফায়দা হাসিল করে? প্রকৃতির কি কোনো নিয়ম নেই। আমার এত আহলাদের জমিখণ্ডটি আজ এমন মিথ্যের জোরে ধনী লোকটি নিয়ে নেবে? দুনিয়ার কি এটাই নিয়ম?
গরিব লোকটি তীব্র প্রতিবাদ করে। না না, এটা হতেই পারে না। এই সবুজ যবে ভরা জমিখণ্ডটিই আমার। হে ধনী লোক, ওই যে বিরান পড়ে আছে জমিটা, সেটিই তোমার জমি। তুমি যাও, তোমার জমিতেই তুমি চলে যাও। আমার জমি থেকে সরে যাও তুমি।
(চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা