২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
নি ত্যো প ন্যা স

ক্লাসরুমে ক্ল্যাশ

-

সাতচল্লিশ.
প্রিন্সিপাল চমকে কেঁপে উঠলেন। তাড়াতাড়ি উঠে বসলেন। তার মানে সজীব স্কুল থেকে কিডন্যাপ হয়েছে? কিডন্যাপাররা তাকে ফোন করেছে। কি বলবেন তিনি? অস্বীকার করবেন? নাকি স্বীকার করবেন? শত্রুপক্ষের কেউ তাকে খেলাতে ফোন করেনি তো?
‘আপনি কি বলছেন ঠিক বুঝতে পারছি না।’
‘না বোঝার তো কিছু নেই। আমি তো খাঁটি বাংলাতেই বলছি।’ নয়ন সুযোগ বুঝে প্রিন্সিপালের ওপর ঝাড়ি নিলো। ‘নাকি বাংলাভাষা ভুলে গেছেন?’
‘না মানে স্কুলে একটা ঘটনা ঘটেছে। কিন্তু তা তো মিসিং না।’ প্রিন্সিপাল এড়াতে চাইলেন।
‘ভালো করে খোঁজ নিয়ে দেখেন। স্কুলের একটা ছাত্র মিসিং হয়েছে। সে কোথায় আছে আমি জানি।’
‘কোথায় আছে?’
‘স্কুলেই আছে। আমি স্কুলের পাশ দিয়ে আসার সময় স্কুলের ভুতুড়ে রুমে আলো জ্বলতে দেখেছি। আর সেখান থেকে আপনার ছাত্রের কান্না শুনেছি।’
প্রিন্সিপাল স্বীকার না করে পারলেন না। ‘হ্যাঁ, কাস সেভেনের সজীবের মা আমার কাছে এসেছিল। স্কুলের পর থেকে তার ছেলেকে খুঁজে পাচ্ছে না।’
‘তাহলে ওই ছাত্রই হয়তো কৌতূহলবশত বা সাহস দেখাতে ভুতুড়ে রুমে গিয়েছিল তারপর ওখানে আটকা পড়ে গেছে। (চলবে)


আরো সংবাদ



premium cement