২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
ই উ ক্রে নী য় লো ক কা হি নী

সুঁচো-ইঁদুরের ইতিকথা

রূপান্তর : শেখ আবদুল্লাহ নূর
-

(গত দিনের পর)
গরিব লোকের কথা শুনে ধনী লোকটি অবাক হওয়ার ভান করে। বলে, কী যাচ্ছে তাই বলছ? তোমরা গরিব মানুষ। এত আলাভোলা কেন তোমরা? তোমাদের মুখে কোনো কিছুই আটকায় না হে? সহজেই ভুলে যাও সব? সে দিন আমরা দু’জনে এসে যব বুনে গেলাম যার যার জমিতে। তুমি বুনলে ওই জমিটায়, আর আমি বুনলাম এই জমিটায়। ভুলে গেছ সব? এত সহজে কেমনে ভুলে যাও তোমরা? এ জন্যই তো সারা জীবন গরিব হয়ে পড়ে থাকো। ভুলো মনের মানুষেরা কি ধনী হতে পারে? অন্যের ভালো কিছু দেখলেই তোমাদের মনে লোভ জাগে। তোমরা শুধু ধান্দায় থাকো। কীভাবে অন্যেরটা নেয়া যায়। ধান্দাবাজি করে এখন আমার সবুজে ভরা জমিটা নিয়ে নিতে চাও? এমন কুদৃষ্টি তোমাদের? আসলে গরিবদের দৃষ্টি থাকে শুধু অন্যের দিকে। যাও, যাও, তোমার জমিতে গিয়ে প্রভুকে ডাকো গিয়ে। প্রভু যদি কভু একটু দয়া করে। গরিবদেরকে এমনিতেই প্রভু দেখতে পারেন না। (চলবে)


আরো সংবাদ



premium cement