ক্লাসরুমে ক্ল্যাশ
- প্রিন্স আশরাফ
- ২৩ নভেম্বর ২০২২, ০০:০৫
ছেচল্লিশ.
‘হু। তাতো কথা ঠিকই। কিন্তু একেবারে গোপন রাখাও ঠিক হবে না। বড় বিপদ কিন্তু ঘটে যেতে পারে। সারাজীবন প্রবোধ দেয়া যাবে না।’
‘প্রিন্সিপাল স্যারের কাছে একটা উড়ো ফোন দেবো নাকি?’
‘স্যার নাম্বার চিনে ফেলতে পারে।’
‘রিমির কাছে ফোন করার জন্য একটা সিম নিয়েছিলি না। ওটা তো আর ইউজ করিস না। ওটা দিয়েই ফোন করে দেখ।’
‘ঠিক আছে, আমি ফোন করছি। বেকায়দা কিছু হলে তুই সাপোর্ট দিস।’
‘শোন, মোবাইলের ওপর রুমাল চাপা দিয়ে ফোন করিস। গলা অন্যরকম শোনাবে।’
সারা দিনের দুশ্চিন্তা এবং কান্তি শেষে প্রিন্সিপালের চোখটা কেবল ঘুমে জড়িয়ে আসছিল। তখনই অপরিচিত নাম্বার থেকে ফোন পেলেন। ‘হ্যালো, প্রিন্সিপাল স্যার?’ কতকটা মেয়েলি গলা।
‘হ্যা, প্রিন্সিপাল বলছি। আপনি কে বলছেন?’
‘আমাকে আপনি চিনবেন না। আমি আপনাকে চিনি। একটা খবর জানার জন্য ফোন দিলাম স্যার।’
‘বলুন কী জানতে চান?’ প্রিন্সিপাল ঘুম জড়ানো স্বরে বললেন।
‘আজ আপনার স্কুল থেকে কোনো ছাত্র মিসিং হয়েছে নাকি স্যার?’ (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা