২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
ই উ ক্রে নী য় লো ক কা হি নী

সুঁচো-ইঁদুরের ইতিকথা

রূপান্তর : শেখ আবদুল্লাহ নূর
-

(গত দিনের পর)

এ কথা বলে সে গরিব লোকের জমিটাই নিজের জমি বলে দেখিয়ে দেয়। তারপর বলে, দেখছ, কী সুন্দর তরতাজা, দখিনা বাতাসে ঢেউ খেলছে আমার জমিতে। প্রভু ধনীদের প্রতি এভাবেই সুপ্রসন্ন থাকেন। ধনীদেরকে বড় ভালোবাসেন প্রভু। তোমাদের মতো গরিব মানুষ আমাদের প্রভুর দুই চোক্ষের শূল। বুঝলে হে গরিব মানুষ?
এ কথা শুনে গরিব লোকটি আকাশ থেকে পড়ে। সে অবাক হয়ে বলে, এ কী বলছ হে ধনী লোক! এই ফসলে ভরা সবুজ ক্ষেতটাই তো আমার। তুমি কী বুঝাতে চাও হে? তুমি কি বলতে চাও ওই যে বিরান পড়ে থাকা শুকনো জমিটা, ওটা আমার? তোমার জমিটাও তুমি চিনতে পারছ না হে? শেষে কিনা আমার এই সুন্দর ফসলের জমিটাই তোমার ভেবে নিচ্ছ? এত লোভ কেন হে তোমার? ভালো কোনো কিছু দেখলেই ভেবে নাও সেটা তোমার? কী অবাক করা কথা হে? (চলবে)


আরো সংবাদ



premium cement