২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
নি ত্যো প ন্যা স

ক্লাসরুমে ক্ল্যাশ

-

পঁয়তাল্লিশ.
ওই ছেলেটা কেমন আছে? কোনো ভয়ঙ্কর কিছু হয়ে যায়নি তো?
ভয়ে কাননের গা হাত পা কাঁপতে লাগল। সে তাড়াতাড়ি ফোন দিলো নয়নকে।
‘হ্যালো নয়ন, একটা ব্যাপার মনে আছে তোর?’
‘কি ব্যাপার?’
‘আজ টিফিনের সময়ে?’
‘টিফিনের সময়ে কি হয়েছিল? ছাদে.....।’
‘তিনজনে মিলে একটা ছেলেকে ভুতুড়ে রুমে আটকে রেখেছিলাম মনে আছে?’
নয়ন চমকে উঠল। আরে তাই তো! ছেলেটার কথা একদম বেমালুম ভুলে আছে সে! ‘এখন কি করা যায়? রাত তো অনেক হয়েছে। দেখে আসবি? নাকি সকাল পর্যন্ত অপেক্ষা করবি?’
‘সারারাত থাকলে ভয়েই ছেলেটা যদি মারা যায়?’
‘আমরা যে ধরে নিয়ে ওই রুমে রেখেছিলাম কেউ খেয়াল করেছিল নাকি?’
‘করুক আর না করুক আমাদের তো একটা দায়িত্ব আছে।’
‘কি করতে চাস তুই?’
‘ছেলেটা স্কুলে নতুন। ওর সম্বন্ধে তো কিছু জানিও না।’
‘স্কুলের প্রিন্সিপালকে ফোন করে দেখবি নাকি?’
‘ফোন করে কী বলবি? আমরা আটকে রেখেছিলাম জানতে পারলে আস্ত রাখবে? বাবা মার কানেও চলে যাবে না?’ (চলবে)


আরো সংবাদ



premium cement