সুঁচো-ইঁদুরের ইতিকথা
- রূপান্তর : শেখ আবদুল্লাহ নূর
- ১৯ নভেম্বর ২০২২, ০০:০০
(গত দিনের পর)
আবার ভাবে, সব চারাগুলো তুলে এনে সে নিজের জমিতে লাগিয়ে দিবে কি? না, এটা সহজ কাজ না। সহজ কোনো কাজ করতে হবে। সহজ কোনো উপায় বের করতে হবে। আমার জমিতে ফসল ফলবে না, অথচ ওই গরিব দীনহীন লোকটির জমিটা ফসলে ভরে থাকবে? এটা হতে দেবো না আমি। ফসল ফলবে আমার জমিতে। আমি ধনী মানুষ। গরিব মানুষের জমি বিরাণ পড়ে থাকবে। সে এসে দেখে আফসোস করবে, হিংসেয় নিজের গায়ের ছাল খামচিয়ে ছিঁড়বে। তা না হলে কিসের মজা। ফন্দি একটা আঁটতেই হবে। হ্যাঁ ফন্দি, একটা ফন্দি আঁটতেই হবে।
এমন সময় হেঁটে হেঁটে সেখানে এসে হাজির হয় গরিব লোকটি। তাকে দেখেই ধনী লোকটি কাছে এগিয়ে আসে। তারপর বলে, দেখলে হে গরিব লোক, দেখলে? তোমাদের মতো গরিব মানুষের প্রতি প্রভুও বিরাগ। ওই দেখো, তোমার জমি কেমন বিরান পড়ে আছে। আর আমার এই জমিটা কেমন সবুজে ভরে গেছে? (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা