২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আলাক

আলাক -

আলাক একটি জনগোষ্ঠীর নাম। এদের বসবাস লাওসে। এরা প্রধানত বাস করে দেশটির সালাভান প্রদেশে। কিছু বাস করে সেকং প্রদেশে।
আলাক একটি ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী।
আলাকদের ভাষার নামও আলাক। দক্ষিণ লাওসের এ ভাষার সাথে ভিয়েতনামের বাহনার জনগোষ্ঠীর ভাষার সাদৃশ্য আছে।
বর্তমানে বেশির ভাগ আলাক কিছু গ্রামে ছড়িয়ে বাস করে। একটি গ্রামে আনুমানিক ১০ থেকে ৬০টি বাড়ি দেখা যায়। ঐতিহ্যগতভাবে এদের বাড়িগুলো গোলাকার ঘরানার। যৌথ বাড়ির পাশে বা চার দিকে ঘর তৈরি করে বাড়ির পরিসর বাড়ানো হয়। বাড়িগুলো সাধারণত তৈরি করা হয় লম্বা খুঁটির ওপর।
আলাকদের প্রধান খাদ্য ভাত। ভাতের সাথে এরা মাছ, ছোট প্রাণীর গোশত, সবজি বা মাশরুম খায়। আলাকরা সর্বপ্রাণবাদে বিশ্বাস করে। এদের মধ্যে অতি প্রাকৃতিক শক্তির ধারণা দেখা যায়। এরা মনে করে পর্বত, বন এবং অন্যান্য প্রাকৃতিক বিষয়ের প্রাণ আছে। আলাকদের বেশির ভাগ গ্রামেই বৈদ্য বা কবিরাজ আছে। এরা মানুষের রোগ নিরাময়ে সহায়তা করে। আলাক সমাজে নারীদের প্রাধান্য বেশি। এ সমাজের বেশির ভাগ অশিক্ষিত। পরিবার পরিচালনা করে নারীরা এবং বেশির ভাগ সিদ্ধান্ত গ্রহণ করে এরাই। আলাক জনসংখ্যা প্রায় ২৫ হাজার।

 

 


আরো সংবাদ



premium cement