২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
ই উ ক্রে নী য় লো ক কা হি নী

সুঁচো-ইঁদুরের ইতিকথা

-

(গত দিনের পর)

অবাক হয়ে দেখে তার নিজের জমিতে যববীজ গজায়নি। পুরো মাঠ বিরান। মাঠের এখানে সেখানে একটি দু’টি শুকনো চারা লিকলিক করছে। চারাগুলো মরে যাচ্ছে যেন। অথচ তার পাশের জমিটা কী সুন্দর সবুজে ভরা।
অঙ্কুরিত যবের কচি সবুজ পাতাগুলো কী সুন্দর ঢেউ খেলছে বাতাসে। দেখলেই চোখ জুড়িয়ে যায়। হিংসেয় জ্বলে ওঠে ধনী লোকটি। ছিন্নভিন্ন হয়ে যায় তার মন। কী করা যায়, কী করা যায়? ভাবতে থাকে সে। সে ভাবছে, এটা তো মেনে নেবো না আমি। আমার জমি বিরান, আর ওই গরিব লোকটির জমি ফসলে ভরা! এটা হতে পারে না। এর একটা বিহিত করতে হবে। হেঁটে হেঁটে সে গরিব লোকটির ক্ষেতের আইলের পাশে আসে।
মনে মনে ভাবছে সে। ফন্দি আটতে হবে একটা। গরিব লোকের জমির এই অঙ্কুরিত বীজগুলো কি ডলন দিয়ে ডলে মুচড়ে শেষ করে দিবে?
(চলবে)

 


আরো সংবাদ



premium cement