ক্লাসরুমে ক্ল্যাশ
- প্রিন্স আশরাফ
- ১৬ নভেম্বর ২০২২, ০০:০০
তেতাল্লিশ.
আর দেখি আমি থানা পুলিশে জানিয়ে রাজনৈতিক প্রভাবে কত দ্রুত কাজ করতে পারি।’
‘স্যার, একটা ব্যাপার রটিয়ে দিলে কেমন হয়?’ প্রিন্সিপাল রহস্যময় গলায় বললেন।
‘কি ব্যাপার?’
‘স্যার, স্কুল ছাত্রের এই মিসিংটা অতিপ্রাকৃত কিছু বা ভৌতিক ব্যাপার হিসাবে রটিয়ে দিলে ব্যাপারটা শাপেবর হতে পারে।’
‘কিভাবে?’
‘পুরানো ভবনের ওই রহস্যময় কাসরুমের ভৌতিক প্রভাবে ছাত্র মিসিং হয়েছে এরকম কিছু রটিয়ে দিতে পারলে ভবন ভেঙে ফেলাটা সহজ হবে। এমনকি ছাত্রের রহস্য খুঁজতে আমরা স্যার কালকেই ভবন ভাঙতে শুরু করতে পারি।’
নেতা গভীরভাবে কি যেন একটু ভাবলেন, তারপর বললেন, ‘লোকজনকে দুধের শিশু ভাবলে হবে না। এই ডিজিটাল ইন্টারেেনটের যুগে ভূত প্রেতে তুলে নিয়ে গেছে, কেউ বিশ্বাস করবে না। তার কোনো প্রমাণও নেই। এর আগের ঘটনায় উল্টো রিঅ্যাকশন হয়েছে।’
‘কোনটা স্যার?’
‘ওই এক্সম্যান স্যারের ব্যাপারটা। ব্যাটা ভৌতিকভাবে অদৃশ্য হয়ে গেছে। অথচ লোকজনের ধারণা আমার প্রভাবে নতুন বিজ্ঞান স্যারের সহায়তায় এক্সম্যানকে খুন করে লাশ গুম করে ফেলা হয়েছে। তাতে কি হয়েছে? লোকজন তো বিজ্ঞানরুমটাকে ভাঙতেই দিলো না। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা