২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
জানা অজানা

আমাদের জাতীয় মাছ

আমাদের জাতীয় মাছ -

ছোট্ট বন্ধুরা,
তোমরা সবাই মাছ খাও, তাই না? আমাদের দেশে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। মাছ ও ভাত বাঙালির প্রিয় খাদ্য। আমাদের জাতীয় মাছের নাম কী? ইলিশ।
ইলিশ সাগরের মাছ। ডিম পাড়ার সময়ে এরা নদীতে আসে। পরে ফিরে যায় সাগরে। বিভিন্ন নদীতে ইলিশ পাওয়া যায়, বিশেষ করে বড় বড় নদীতে। বাংলাদেশের পদ্মা নদীর ইলিশ খুবই সুস্বাদু। আজকাল ইলিশের দাম খুবই বেশি। বেশি দামের কারণে কোনো সাধারণ বাঙালি ইলিশ কিনে খেতে পারে না।
খুবই ছোট ইলিশ বা ইলিশের পোনাকে বলে জাটকা। জাটকা ধরা নিষেধ ও বেআইনি। এবার ছবি দেখো। অবসরে আঁকতেও পারো। ইলিশের ইংরেজি ঐরষংযধ.

 


আরো সংবাদ



premium cement