২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
ই উ ক্রে নী য় লো ক কা হি নী

সুঁচো-ইঁদুরের ইতিকথা

-

(গত দিনের পর)
যবদানা পাখি খেয়ে যায় কিনা সেদিকে খেয়াল রাখে। পরিশ্রমে সোনা ফলে, ভাগ্য সুপ্রসন্ন হয়। এটা কে না জানে? দেখতে দেখতে তার জমির যবদানা অঙ্কুরিত হয়ে সবুজ চারায় ভরে গেল ক্ষেত।
কিন্তু ধনী লোকটি বড়োই আলসে। সেই যে যব বুনে সে চলে গেল, জমিতে আর এলো না। নিড়ানি দিলো না, সেঁচ দিলো না, আগাছাও পরিষ্কার করল না। বুনো পাখি এসে খুঁটে খুঁটে যবদানাগুলো তার খেয়ে গেল। জমিতে যবদানা না থাকলে অঙ্কুরিত হবে কি? বিরান পড়ে রইল তার জমি। অযত্নে অবহেলায় যে যবদানা অঙ্কুরিত হলো, সেগুলোও সেঁচের অভাবে ধীরে ধীরে শুকিয়ে গেল। এখানে সেখানে লিকলিকে হলদেটে কিছু চারা দেখা যায় মাত্র।
বেশ কিছু দিন পর ধনী লোকটি মাঠে এলো। যে যব সে বুনে গেছে, সেটি এতদিনে গজিয়ে উঠছে কিনা দেখতে এলো সে। কিন্তু এসেই সে হতাশ। চোখ তার চরকগাছে উঠেছে। (চলবে)

 


আরো সংবাদ



premium cement