ক্লাসরুমে ক্ল্যাশ
- প্রিন্স আশরাফ
- ১৪ নভেম্বর ২০২২, ০০:০০
বিয়াল্লিশ.
তাদের একজন জানে সজীব নামে কাস সেভেনের একজন ছাত্র স্কুল ছুটির পর এই রাত পর্যন্ত এখনো বাড়িতে আসেনি। কোথা থেকেও কোনো ফোন দেয়নি। কোনো আত্মীয়স্বজন বন্ধুবান্ধবের বাসায় যায়নি। ওর পাশে যারা বসত তারা নিশ্চিত করেছে টিফিনের পরে সজীব আর কাসে আসেনি। ডেস্কের ওপর ওর স্কুলব্যাগ, ওয়াটার বোটল সব সেভাবেই ছিল।’
নেতা আরো গম্ভীর হলেন, ‘স্কুলের দারোয়ানরা করে কী? টিফিনে ছাত্র বেরিয়ে যায় কী করে? ছাত্রছাত্রীরা প্রায়ই টিফিনে পালায় নাকি?’
‘না স্যার, টিফিনে যারা বাড়িতে যায় তারা আবার ফিরে আসে। তাছাড়া এরকম ঘটনা এই প্রথম।’
‘যেকোনো জিনিস প্রথম দিয়েই কিন্তু শুরু হয়।’ নেতা ইজি চেয়ারে গা এলিয়ে দিলেন, ‘একই দিনে দু’দুটো ঘটনা। গার্জিয়ানের কাছে কেমন প্রভাব পড়বে বুঝতেই পারছেন। একে তো এই স্কুল নিয়ে আমাদের কর্মকাণ্ড অনেকের চক্ষুশূল। পুরাতন ভবন ভাঙার কাজটা শুরু করতে পারছি না কেন ভালোই জানেন। আমাদের বিরোধী পক্ষরা স্কুলের ঐতিহ্য রক্ষায় ব্যস্ত হয়ে পড়েছে।’
‘জ্বি স্যার, সেই আশক্সক্ষায় তো আপনার কাছে এলাম স্যার। কি করা যায়, একটা পরামর্শ দেন।’
‘আপনি সকাল হতেই ওই ছাত্রের সম্ভাব্য সব জায়গায় খোঁজ করবেন। স্কুলের পক্ষ থেকে চেষ্টার কোনো ত্রুটি রাখবেন না।
(চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা