মনীষী মাসলামা আল-মাজরিতি
- লোপাশ্রী আকন্দ
- ১৩ নভেম্বর ২০২২, ০০:০৫
বলছি মাসলামা আল-মাজরিতির কথা। তাঁর অপর নাম আবু আল-কাশিম আল-কুরতুবি আল-মাজরিতি। ইসলামি সোনালি যুগের বিশিষ্ট এই মনীষী ছিলেন স্পেনে গৌরবময় ইসলামি শাসনের যুগের মানুষ।
আল-মাজরিতি একাধারে জ্যোতির্বিজ্ঞানী, রসায়নবিদ, অঙ্কশাস্ত্রবিদ, অর্থনীতিবিদ ও পণ্ডিত হিসেবে খ্যাতি অর্জন করেন। তিনি খাওয়ারিজমির জ্যোতির্বিজ্ঞান পুনঃসংস্করণ করেন এবং আগের পারসিক গণনা আরবিকরণ করেন; পারসিক তারিখ আরবিতে রূপান্তরিত করেন। আল-মাজরিতি অঙ্কশাস্ত্র, জ্যোতির্বিজ্ঞান ও এমিক্যাবল নাম্বারের ওপর কয়েকটি গবেষণামূলক বই লেখেন। আস্তারলব সম্পর্কেও তিনি একটি বই লেখেন। টলেমির বিখ্যাত প্লেনিসফেরিয়ামের ভাষ্য লেখেন তিনি। তার অঙ্ক বইয়ের নাম আল-মুয়ামালাত। জোহানেস তার আস্তারলব বিষয়ক বইটি অনুবাদ করেন ল্যাটিন ভাষায়। আর প্লেনিসফেরিয়ামের ভাষ্য অনুবাদ করেন রুডোলফ। রুতবাত আল-হাকিম ও গায়ানুল হাকিম তার দু’টি রসায়ন শাস্ত্রের বই। সাঈদ ইবনে আহমদ আন্দালুসির মতে, আল-মাজরিতি তাঁর সময় স্পেনের সর্বশ্রেষ্ঠ অঙ্কশাস্ত্রবিদ ও জ্যোতির্বিদ ছিলেন। ধারণা করা হয়, ১০০৭ বা ১০০৮ সালে তিনি ইন্তেকাল করেন। বিশ্ব সভ্যতায় অবদান রাখার জন্য এখনো তিনি স্মরণীয় ও বরণীয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা