২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
ই উ ক্রে নী য় লো ক কা হি নী

সুঁচো-ইঁদুরের ইতিকথা

রূপান্তর : শেখ আবদুল্লাহ নূর
-

কিভাবে মানুষকে ঠকিয়ে নিজে লাভবান হওয়া যায়, সেটা নিয়েই তার ভাবনা সারাক্ষণ। মাথায় তার কূটবুদ্ধি খেলা করে। মানুষকে অবজ্ঞার চোখে দেখে। নিজের মনের খেয়াল খুশিতে চলে। নিজের পাতে ঝোল টানতে হেন কাজ নেই যা সে করে না। আরেকটি কাজ সে সচরাচর বেশিই করে। সেটি হলো মিথ্যে বলা। ছল-চাতুরী ও মিথ্যের বাহানায় সে নিজের স্বার্থ হাসিল করে নেয়।
একদিন এই ধনী-গরিব লোক দু’জন কাকতালীয়ভাবে একটি কাজ করে ফেলে। দু’জনের পাশাপাশি দু’খণ্ড জমিতে একই দিন একই ফসল বোনে। ফসলটি ছিল যব। দু’জন একই দিনে এসে নিজ নিজ জমিতে যব বুনে চলে যায়। যব বুনলেই তো আর যব ফলে না। এর জন্য যতœ লাগে, পরিশ্রম লাগে। ফসলের ক্ষেতে নিড়ানি দিতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়। প্রয়োজনে ফসলের ক্ষেতে সেঁচও দিতে হয়।
যব বুনার পর গরিব লোকটি নিয়মিত তার জমিতে আসে। যব গাছের যতœ নেয়, নিড়ানি দেয়। (চলবে)


আরো সংবাদ



premium cement