২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ফুল কী

-

ফুলের কথা বলছি। তোমরা সবাই ফুল চেনো, তাই না? বলতে পারো এটি কী? ফুল ভালো লাগে বুঝি? ফুলের সৌন্দর্যে মুগ্ধ হও নিশ্চয়ই? শুধু তোমরা কেন, এর রূপ ও গন্ধে সবাই মুগ্ধ হয়।
ফুল প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি। এটি আসলে গাছের ডাল বা শাখার অংশ। শাখার পাতারা অদ্ভুতভাবে রঙে ও চেহারায় পরিবর্তিত হয়ে ফুলের বিভিন্ন অংশ গঠন করে। কত বিচিত্র আর সুন্দর ফুলই না পৃথিবীতে আছে। তবে গাছ বা উদ্ভিদের ক্ষেত্রে ফুলের মূল্য সৌন্দর্য বাড়ানোর জন্য নয়- বংশবিস্তার করার জন্য এর সৃষ্টি। স্রষ্টার ইচ্ছায় ফুল ফোটে, ঝরে যায়- সৃষ্টি হয় ফল ও বীজের। আর বীজ থেকে অঙ্কুরিত হয় একটি নতুন জীবন, জন্ম হয় একটি নয়া গাছের।


আরো সংবাদ



premium cement