সুঁচো-ইঁদুরের ইতিকথা
রূপান্তর : শেখ আবদুল্লাহ নূর- ১২ নভেম্বর ২০২২, ০০:০৫
ইউক্রেনীয় বা স্লাভিক লোককাহিনী এটি। কাহিনীটি উত্তর এশিয়ার বিভিন্ন দেশে বিভিন্ন নামে এবং ভিন্ন আঙ্গিকে বর্ণিত। গল্পটিকে কেউ কেউ বলেন সুঁচো-ইঁদুরের ইতিকথা, কেউ বলেন চিঁকার জন্ম কথা, কেউ বলেন মিথ্যে কথার পরিণাম, কেউ বলেন মিথ্যের শাস্তি। পুরো গল্পটি পড়লে একটি বার্তা পাওয়া যায়। আমরা গল্পটির নামকরণ করলাম সুঁচো-ইঁদুরের ইতিকথা।
রুবিজিন নামের একটি গ্রাম। গ্রামটির পেছনে বড় বড় দু’খণ্ড জমি। একখণ্ড জমির মালিক অনেক ধনী। অন্যখণ্ডের মালিক গরিব। গরিব লোকটি ছিল নম্র, ভদ্র ও সহজ-সরল প্রকৃতির। সে ছিল ধর্মভীরু এবং মেনে নেয়া ছিল তার স্বভাব। কাউকে সে ঠকায় না। ঠকতেও চায় না কারো কাছে। সবাইকে ভালোবাসে সে।
আর ধনী লোকটি ছিল সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। সে খুবই চতুর। দেমাগী ও অহঙ্কারী। লোভে চিকচিক করে তার চোখ। অন্যের ভালো সইতে পারে না। সত্য-মিথ্যার ধার ধারে না। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা