মরুপথের বন্ধু
রূপান্তর : শেখ আবদুল্লাহ নূর- ০৯ নভেম্বর ২০২২, ০০:০৫
(গত দিনের পর)
আজ যদি দু’জন দু’দিকে চলে যেতাম, দু’জনের কপালই পুড়ত। ভাগ্যিস আমরা একসাথে থাকতে পেরেছি।
প্রথম বন্ধু বলে, হ্যাঁ বন্ধু। আমি ভুল করেছিলাম। আমাকে ক্ষমা করে দিও। নিজের স্বার্থের জন্য চোখ আমার অন্ধ হয়ে গিয়েছিল। বিচার বুদ্ধি হারিয়ে ফেলেছিলাম। তোমার কথায় চোখ খুলে গেল আমার। আর ভুল হবে না বন্ধু। সুখে দুখে সব সময় বন্ধুকে পাশে রাখবো।
ডাকাত দল চলে যাওয়ার পর মাটি খুঁড়ে লুকিয়ে রাখা তাদের প্রথম স্বর্ণের থলে বের করে আনে। তার পর দুই থলের স্বর্ণমুদ্রাগুলো ঢেলে এক করে নেয়। আবার সেগুলোকে সমান দুই ভাগ করে দু’জনে নিয়ে নেয়। এরপর একসাথে বাড়ির পথ ধরে। ফিরে যায় তাদের নিজ গ্রামে।
নীতিকথা : সৌভাগ্যের সময় বন্ধুকে পাশে রাখুন, দুর্ভাগ্যের সময়ও সে পাশেই থাকবে।
(শেষ)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা