২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
নি ত্যো প ন্যা স

ক্লাসরুমে ক্ল্যাশ

-

ঊনচল্লিশ.

‘মাটির নিচ দিয়ে একটা সুড়ঙ্গ করে নিয়েছি। তাতেই রাতের অন্ধকারে জঙ্গলে গিয়ে মানুষের সবজি ক্ষেত থেকে ওগুলো তুলে আনি।’
‘তাহলে তো সেই সুড়ঙ্গ দিয়ে বাইরে বেরোনোর পথ আছে।’
‘তা আছে।’ এক্সম্যান কী যেন ভাবলেন, ‘তুই কি বেরিয়ে যাওয়ার চিন্তা করছিস? এখন কিন্তু রাত অনেক হয়েছে। আমি তোকে দিয়ে আসতে পারব না। আর একা একাও যেতে পারবিনে। রাতটুকু থেকে সকালে যা। আর তুই চলে গেলে আমার আগের অবস্থায় ফিরে আসার কী হবে?’
‘আমি আবার এসে আপনাকে সাহায্য করব।’
‘ঠিক আছে। আজ থেকে তুই আমার বন্ধু, আমার ছাত্র আমার সহকারী। স্কুলের গেট খোলার শব্দ হচ্ছে। কেউ এ দিকে আসছে বোধ হয়। তুই কি সাড়া দিয়ে বেরিয়ে যাবি নাকি সাহায্য করার জন্য আজ রাতটা আমার এখানে থাকবি?
সজীব চুপ করে রইল। সে এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারছে না।
‘তুই যদি থাকিস তোকে নিয়ে আমার একটা পরিকল্পনা আছে। পরে বলছি। আগে লাইটটা নিভিয়ে দেই।’
এক্সম্যান লাইট নিভিয়ে দিলেন।
ল্যাবরেটরি ডুবে গেল ভূত অন্ধকারে।
প্রিন্সিপাল একরাম উদ্দিন বিশেষ চিন্তিত হয়ে পড়লেন। তিনি একটি বিশেষ রাজনৈতিক দলের পাতি নেতা। তাদের ছত্রছায়ায় তার বেড়ে ওঠা। প্রিন্সিপাল হিসেুবে আছেনও তাদের যোগসাজশে।
ু(চলবে)


আরো সংবাদ



premium cement

সকল