মরুপথের বন্ধু
- রূপান্তর : শেখ আবদুল্লাহ নূর
- ০৫ নভেম্বর ২০২২, ০০:০০
(গত দিনের পর)
দেহ তল্লাশিকারী : না সরদার, এদের কাছে কিছুই নেই। অর্থকড়িহীন, বড়ই মিছকিন!
ডাকাত সরদার : তা হলে ওদেরকে এক থলে স্বর্ণমুদ্রা দিয়ে দাও। ভাগ্য ফিরুক ওদের।
ডাকাত সরদার দলের তহশিলদারকে বলে, এই মিছকিনদের এক থলে স্বর্ণমুদ্রা দিয়ে দাও। পরিবারে সচ্ছলতা ফিরে আসুক ওদের।
ডাকাত দলের একজন এগিয়ে এলো এবং এক থলে স্বর্ণমুদ্রা এগিয়ে দিলো দ্বিতীয় বন্ধুর হাতে।
ডাকাত সরদার বলে, যাও, এই স্বর্ণমুদ্রাগুলো তোমরা ভাগাভাগি করে নাও। সমান ভাগে ভাগ করে নেবে দু’জন। তারপর নিজ গ্রামে গিয়ে ব্যবসা করো গে। ভাগ্য ফিরে আসবে তোমাদের।
ঘোড়া দাবড়িয়ে আবার ভিন্ন পথে চলে গেল ডাকাত দল। পড়ে রইল দুই বন্ধু ওখানে। ডাকাত দল চলে যাওয়ার পর দ্বিতীয় বন্ধু বলে, দেখলে হে? (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা