ক্লাসরুমে ক্ল্যাশ
- প্রিন্স আশরাফ
- ০৫ নভেম্বর ২০২২, ০০:০০
আটত্রিশ.
‘খাবার হিসাবে ইঁদুরই আছে আমার কাছে।’
সজীবের গা ঘিনঘিন করে উঠল। ‘ইঁদুর খাই না আমি।’ সজীব কাটা কাটা স্বরে বলল, ‘আমি কোন বিড়াল নই।’
‘ঠিক আছে তাহলে কিছু ফলমূল খাও।’ লোকটি লোমশ বাম হাতের মধ্য থেকে কয়েকটা পেয়ারা, শালগম, গাজর, বিট এসব বের করল। ওই লোমশ হাতের ভেতরে যে ্এতকিছু ছিল সজীব লক্ষ করেনি।
একটু লবণ মাখিয়ে ফলমূলগুলো খেতে খারাপ না। একেবারে কিছু না খেয়ে থাকার চেয়ে এসব খেয়ে একটা রাত কোনোমতে কাটিয়ে দেয়া যায়। কাল সকালে স্কুল শুরু হলেই তো সে মুক্তি পেতে যাচ্ছে। যারা আটকে রেখেছিল তারা মুক্ত না করলেও সকালে উঠে এমন চেঁচানি দেবে আর শব্দ করবে মুক্ত হতে বাধ্য। তাছাড়া এক্সম্যান যদি সত্যিই অদ্ভুত ধরনের প্রাণী না হয়ে সত্যিই এক্সম্যান বিজ্ঞান স্যার হয়ে থাকে তাহলে ভয় পাওয়ার কিছুই নেই। স্যারই তাকে মুক্ত করে দেবেন।
‘স্যার আপনি বাইরে যান না?’ সজীব পেয়ারায় কামড় বসাতে বসাতে বলল।
‘আমার এই ফিগর নিয়ে কি বাইরে যাওয়া যায়, তুইই বল? তুই ভয় পাসনে? তাহলে অন্য লোকেরা কী করবে? তোদের মতো মানুষের মতো করে বেরিয়ে যেতে পারলে তো এতদিন কেমিক্যাল কিনে নিজেকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারতাম। সেজন্যই তোর সাহায্য আমার দরকার।’
‘কিন্তু স্যার এই ফলমূলগুলো আপনি কোত্থেকে আনলেন? এত টাটকা?’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা