ক্যাপ্টেন উইলিয়াম ডাম্পিয়ের
- লোপাশ্রী আকন্দ
- ৩০ অক্টোবর ২০২২, ০০:০৫
জানো, আরব ও তুর্কিদের অনেক পরে ব্রিটিশ নাবিকেরা নৌ চালনায় দক্ষ হয়ে ওঠে । ১৭, ১৮ ও ১৯ শতকে এরা ( ব্রিটিশ) আটলান্টিক, ভারত ও প্রশান্ত মহাসাগরে বেশ ক’টি উল্লেখযোগ্য অভিযান চালায়। বিখ্যাত ব্রিটিশ নাবিকদের একজন হচ্ছেন ক্যাপ্টেন উইলিয়াম ডাম্পিয়ের। তিনি একাধারে নাবিক, অভিযাত্রী, প্রকৃতিবিদ, জলদস্যু ও লেখক। তিনি দু’বার জাহাজে চেপে অস্ট্রেলিয়ার উপকূলে আসেন। সাথে তার দলবল। নিজের অভিযান সম্পর্কে ডাম্পিয়ের একটি বই লিখেন। ১৭০৩ সাল। তিনি অভিযান চালাচ্ছেন। এই অভিযানে ডাম্পিয়েরের সহযাত্রী বিখ্যাত নাবিক আলেকজান্ডার সেলকার্ক। অবাধ্যতার অভিযোগে ডাম্পিয়ের তাকে প্রশান্ত মহাসাগরের নির্জন পর্বতময় দ্বীপ জুয়ান ফার্নান্দেজে দেন নামিয়ে। সেলকার্ক এ দ্বীপে একেবারে একাকী থাকতে বাধ্য হন, তাকে থাকতে হয় চার বছর। বিখ্যাত ইংরেজ লেখক ডানিয়েল ডিফো সেলকার্কের ঘটনা অবলম্বনে লিখেন তার জনপ্রিয় বই রবিনসন ক্রুসো।
উইলিয়াম ডাম্পিয়েরের বর্ণনা থেকে জানা যায়, অস্ট্রেলিয়া একটি দ্বীপ যা মরুময়। উপকূল ভয়ঙ্কর বিপদসঙ্কুল আর এখানে রয়েছে ভূতপ্রেত ও দৈত্যদানবের আস্তানা। দ্বীপের মাটিতে ফলে না কিছুই। ক্যাপ্টেন উইলিয়াম ডাম্পিয়েরের জীবনকাল ১৬৫২-১৭১৫।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা