আবাজিন্স
- লোপাশ্রী আকন্দ
- ২৯ অক্টোবর ২০২২, ০০:০০
জানো, আবাজিন্স একটি জাতির নাম। একটি পুরনো নৃতাত্ত্বিক গোষ্ঠী। গ্রিক ঐতিহাসিক হেরাডোটাসের (খ্রিষ্টপূর্ব ৫ শতক) লেখায় এই জনগোষ্ঠীর উল্লেখ আছে।
আবাজিন্স জনসংখ্যা প্রায় এক লাখ ৫০ হাজার । প্রায় ৫০ হাজার বাস করে তুরস্কে, রাশিয়ায় প্রায় ৪৩ হাজার এবং বাকিদের বসবাস অন্যান্য দেশে।
আবাজিন্স জনগোষ্ঠী ককেশাস অঞ্চলের অধিবাসী; রাশিয়ার কারাচে-চারকেশিয়ায় এদের মূল আবাসভূমি। আদিতে এরা বাস করত আবখাজিয়ার পশ্চিমাংশ সাদজেনে। ১৪ ও ১৫ শতকে এরা আবখাজিয়া থেকে আবাজিনিয়া চলে যায়। আবাজিনিয়া বৃহত্তর ককেশাসের একটি ঐতিহাসিক দেশ। বর্তমানে যার অবস্থান রাশিয়ার কারাচে-চারকেশিয়া রিপাবলিকের উত্তরাংশে। এ উত্তরাংশ আবাজিন্স জাতির আবাসভূমি। একসময় আবাজিনিয়া ছিল রাজাশাসিত আবখাজিয়া রাজ্যের অংশ।
১৮ ও ১৯ শতকে অনেক আবাজিন্স চলে যায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে। বর্তমান তুরস্ক, মিসর, সিরিয়া ও জর্দানে অনেক আবাজিন্স স্থায়ীভাবে বসবাস করছে। এদের মধ্যে বেশি উল্লেখ্য তুরস্কের আবাজিন্স জনগোষ্ঠী। নিজেদের অস্তিত্বের জন্য এদের পূর্বপুরুষেরা রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে। পরে এরা তুরস্কে প্রবাসী হতে বাধ্য হয়।
আবাজিন্স জনগোষ্ঠী কথা বলে আবাজা ভাষায়। এটি উত্তর-পশ্চিম ককেশীয় ভাষা পরিবারের অন্তর্ভুক্ত।
আবাজিন্স জাতি ইসলাম ধর্ম অনুসরণ করে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা