৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ন ১৪৩১, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
ঈ শ পে র গ ল্প

মরুপথের বন্ধু

-

(গত দিনের পর)
দুই বন্ধুর চার হাতের ঠেলায় অনেকটাই মাটি খুঁড়া হয়ে গেল। দেখতে দেখতে বেশ বড় গর্ত করে ফেলল তারা। এবার সহজেই লুকিয়ে রাখা যাবে স্বর্ণের থলে। দ্রুত তারা মাটির নিচে লুকিয়ে ফেলল স্বর্ণের থলি। আর তখনই ঘোড়া হাকিয়ে ছুটে এলো ডাকাত দল। ধরে ফেলল দুই বন্ধুকে।
ডাকাত সরদার : এই তোদের কাছে কী আছে?
দ্বিতীয় বন্ধু : জনাব, আমরা নিতান্তই দীনহীন মানুষ। ফকির, মিসকিন। কিছুই নেই আমাদের কাছে।
ডাকাত সরদার : ফকির মিসকিন? হা হা হা। এখানে কী করছিস তোরা? কোথায় যাচ্ছিস?
দ্বিতীয় বন্ধু : আমরা ভাগ্যের অন্বেষণে বেড়িয়েছি জনাব। নিতান্তই গরিব আমরা। ঘরে খাবার নেই। হাতে কাজ নেই। তাই দুই প্রতিবেশী বন্ধু কাজের সন্ধানে বেরিয়েছি, জনাব। (চলবে)

 

 


আরো সংবাদ



premium cement