ক্লাসরুমে ক্ল্যাশ
- প্রিন্স আশরাফ
- ২৯ অক্টোবর ২০২২, ০০:০০
ছত্রিশ.
প্রাণীটি গবষণাগারের একটা কাচের আলমারির দিকে গেল। নিজের অবয়ব দেখতে পেল। তারপর একটা আর্তনাদ করে মুখ ঢেকে বসে পড়ল।
সজীব কী করবে বুঝতে পারছে না। সে চুপ করে দাঁড়িয়ে রইল। প্রাণীটি তার খাবার দেয়ার কথা বললেও সেরকম কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
প্রাণীটি ধীরে ধীরে মানুষের মতো করে উঠে দাঁড়াল। তারপর ধরা গলায় বলল, আমাকে দেখে তুমি কোনো ভয়ঙ্কর জন্তু ভাবছ। আমাকে অবশ্য দেখাচ্ছেও সেরকম। আর এ কারণেই তুমি ভয় পেয়েছ।’ একটু থেমে আবার বলল, ‘শোনো, আমি কোনো ভয়ঙ্কর জন্তু নই। আমি মানুষই। নিজের ভয়ঙ্কর ভুলে আমার আজ এই অবস্থা হয়েছে।’
সজীব মানুষটার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল।
‘তোমার নাম কী? কোথায় পড়াশুনা করো? কোন কাসে পড়ো? এখানে ঢুকেছ কিভাবে?’ মানুষটা একসাথে অনেক প্রশ্ন করল?
‘আমার নাম সজীব। আমি এই স্কুলে পড়াশুনা করি। কাস সেভেনে। এখানে কাস টেনের তিনজন বড় ভাই ভয় দেখাতে ঢুকিয়েছে।’
‘হুম। তাহলে তুমি আমাদের স্কুলের ছাত্র। আমাকে তুমি চিনবে না। আমি তোমাদের স্কুলের বিজ্ঞান শিক্ষক ও ডেমোনেস্ট্রর ছিলাম। আমার নাম মিজারুল কায়েস। তবে স্কুলের সবাই আমাকে এক্সম্যান বলে ডাকত।’
চমকে উঠল সজীব। এক্সম্যানের কথা সে শুনেছে। এক্সম্যান রহস্যজনকভাবে খুন হয়েছিলেন। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা