মরুপথের বন্ধু
রূপান্তর : শেখ আবদুল্লাহ নূর- ২৬ অক্টোবর ২০২২, ০০:০৫
(গত দিনের পর)
সামনে ডাকাত, মহাবিপদ! মরুর বুকে একা হয়ে যাবে সে। কী করবে এখন? সে ছুটে গেল দ্বিতীয় বন্ধুর কাছে। বলল, ভুল হয়েছে বন্ধু। আমার ভুল হয়েছে। এই স্বর্ণমুদ্রাগুলোর অর্ধেক তোমার। চলো আমরা দু’জন ডাকাতদের মোকাবেলা করি। অথবা দু’জনে পালাতে চেষ্টা করি।
দি¦তীয় বন্ধু : এবার তা হলে হুস হলো তোমার? মনে রেখো, সুখে-দুঃখে, বিপদে-সৌভাগ্যে সব সময় বন্ধুকে পাশে রাখতে হয়। লাভেও বন্ধু, লোকসানেও বন্ধু। ঠিক আছে, চলো তা হলে। ডাকাত আসার আগে আমরা দু’জন একটা বুদ্ধি বের করে ফেলি। এই মরু প্রান্তরে পালানোর পথ নেই। তার চেয়ে বরং আমাদের স্বর্ণমুদ্রাগুলো কোথাও লুকিয়ে রাখি। এসো, তাড়াতাড়ি করো। ডাকাত এসে পড়ার আগে দু’জনে হাত চালাই। মরুর বুকে বালুর গর্ত করি। গর্তে লুকিয়ে রাখি স্বর্ণমুদ্রার থলেটি। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা