৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ন ১৪৩১, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
জানা-অজানা

এশিয়ান হাতি

-

ছোট্ট বন্ধুরা,
স্থলের ১০টি প্রাণী সবচেয়ে ভারী।
আজ তোমরা জানবে এশিয়ান হাতি সম্পর্কে। এ হাতির আবাসভূমি কোথায়? এশিয়া মহাদেশে। এটি আফ্রিকান হাতির মতো ভারী নয়- কিছু কম ভারী। তবে পৃথিবীর সবচেয়ে বেশি ভারী প্রাণীগুলোর অন্যতম। এ হাতির ওজন সর্বোচ্চ কত পাউন্ড পর্যন্ত হয়? এগার হাজার পাউন্ড (পাঁচ হাজার ২০০ কেজি)। এটির গড় ওজন কত? আট হাজার ৭৫০ পাউন্ড (চার হাজার ২০০ কেজি)। এশিয়ান হাতির গড় দৈর্ঘ্য কত? ১৯ দশমিক পাঁচ ফুট। এবার ছবি দেখো।


আরো সংবাদ



premium cement