মরুপথের বন্ধু
- রূপান্তর : শেখ আবদুল্লাহ নূর
- ২৪ অক্টোবর ২০২২, ০০:০০
(গত দিনের পর)
দ্বিতীয় বন্ধু: এখন ‘আমরা’ ‘আমরা’ করছো কেন? কিছুক্ষণ আগেও তো তুমি ‘আমি’ ‘আমি’ করছিলে? বিপদ এলে “আমরা” আর স্বার্থের সময় ‘আমি’? স্বর্ণের থলে পেয়ে তো বলছিলে এই স্বর্ণমুদ্রাগুলো ‘আমার’। এখন বিপদ এসেছে। বিপদে তুমি ‘আমরা’ হয়ে গেলে? তুমি যদি আগেই ‘আমরা’তে থাকতে, তা হলে এখন ‘আমাদের’ বিপদ হতো। তুমি নিজেকে আগে থেকেই আলাদা করে নিয়েছ। ডাকাতের ভয় তোমার একার। আমার তো ডাকাতের ভয় নেই। আমার কাছে কিছু নেই। দীনহীনের ডাকাতের ভয় কিসের? তোমার মতো ধনীদের যত ভয় ওই ডাকাতের। বিপদ এখন তুমি একা মোকাবেলা করো। আমাকে এর সাথে জড়িও না বন্ধু। তোমার বিপদ তুমি একাই সামলাও। আমি চললাম। দ্বিতীয় বন্ধু পেছন ফিরে হাঁটতে শুরু করে।
(চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা