মরুপথের বন্ধু
রূপান্তর : শেখ আবদুল্লাহ নূর- ২৩ অক্টোবর ২০২২, ০০:০৫
(গত দিনের পর)
জীবনের কোনো পরিকল্পনা নেই। এমন ভাগ্যই তার মেনে নিতে হবে। জীবন নিয়ে দুশ্চিন্তা আর ভাবনা ঘিরে রেখেছে তাকে। তার ভাগ্য তো আর ফেরেনি।
ফিরে যেতে যেতে হঠাৎ রে, রে, রে চিৎকার! অনেকগুলো ঘোড়ার খুরের শব্দ। মনে হলো একদল ডাকাত বুঝি ছুটে আসছে এ দিকে। ভয় পেয়ে গেল স্বর্ণমুদ্রা হাতে প্রথম বন্ধু। ডাকাত এলো বুঝি! এতগুলো স্বর্ণমুদ্রা তার কাছে। ডাকাতরা যদি পেয়ে যায়, স্বর্ণমুদ্রাগুলো তো নিয়ে যাবে। তাকেও মেরে ফেলবে। প্রচণ্ড ভয় পেয়ে যায় প্রথম বন্ধু। কোনো উপায় না দেখে তার দ্বিতীয় বন্ধুকে বলে, বন্ধু, এখন উপায়? ডাকাতরা তো আমাদের ওপর ঝাঁপিয়ে পড়বে। এখন কী করব আমরা? কোথায় লুকাব? আমাদের স্বর্ণমুদ্রার থলে যদি ডাকাতদল দেখে ফেলে? ওরা তো আমাদেরকে মেরে ফেলবে? (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা