৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ন ১৪৩১, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
জানা-অজানা

নোনতা জলকুমির

-

ছোট্ট বন্ধুরা,
তোমরা তো জানোই কুমির উভচর প্রাণী। তার মানে এটি স্থলের প্রাণী হিসেবেও গণ্য। নোনতা জলকুমির বড় প্রজাতির কুমির। এটি বিশ্বের সবচেয়ে বড় ও ভারী প্রাণীগুলোর অন্যতম।
নোনতা জলকুমিরের সর্বোচ্চ ওজন কত? তিন হাজার ৩০০ পাউন্ড (এক হাজার ৬০০ কেজি)। এর গড় ওজন এক হাজার ৭০০ পাউন্ড (৭৪৫ কেজি)। এ কুমির গড়ে ২০ ফুট পর্যন্ত লম্বা হয়। এবার ছবি দেখো। ইচ্ছে করলে অবসরে আঁকতেও পারো। মনে রেখো, নোনতা জলকুমিরের ইংরেজি ঝধষঃধিঃবৎ ঈৎড়পড়ফরষব.
ু- ইমরুল হাসান


আরো সংবাদ



premium cement