মরুপথের বন্ধু
রূপান্তর : শেখ আবদুল্লাহ নূর- ১৭ অক্টোবর ২০২২, ০০:০৫
(গত দিনের পর)
দেখে তার বন্ধুর (প্রথম বন্ধু) কাছে একটি থলে। মনে প্রশ্ন জাগে, আমাদের কাছে তো কোনো থলেটলে ছিল না। ওই থলেটা কোথা থেকে এলো? সে প্রথম বন্ধুকে ডেকে তোলে।
দ্বিতীয় বন্ধু : এই বন্ধু, ওঠো, ওঠো। তোমার সাথে ওটা কী? এই থলেটি পেলে কোথায়?
প্রথম বন্ধু : এই থলে আমার। এটা আমি পেয়েছি, কাজেই এটা আমার একার।
দ্বিতীয় বন্ধু : তোমার? কোথায় পেলে? কী আছে এতে?
প্রথম বন্ধু : ওই তো ওখানেই খুঁজে পেয়েছি। পাথরের কোলে। স্বর্ণমুদ্রা আছে এতে। অনেক স্বর্ণমুদ্রা।
দ্বিতীয় বন্ধু : কিন্তু আমরা তো এক সাথে এসেছি। এক সাথে ভাগ্যের অন্বেষণে নেমেছি। যা কিছু পাই, যা কিছু অর্জন করি সবই তো আমাদের দু’জনের। গ্রাম থেকে নেমে আসার সময় এমনই তো কথা ছিল? থলেটি তোমার একার, এমন দাবি করছ কেন? (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা