৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ন ১৪৩১, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মরুপথের বন্ধু

-

(গত দিনের পর)

কী আছে এতে? কৌতূহলী মনে থলেটি খোলে। খুলেই তার চোখ চড়ক গাছ। মুখ ঁহা হয়ে যায়। থলের ভিতরটা ভরা, অনেক স্বর্ণমুদ্রা! বন্ধুটি মনে মনে বলে, হায়, কপাল! কী সৌভাগ্য! এই স্বর্ণমুদ্রাগুলো আমার! সে অন্য পাশে তাকায়। তার বন্ধু কী করছে দেখে নেয়। না, সে কোনো স্বর্ণমুদ্রা পায়নি। আমিই পেয়েছি স্বর্ণমুদ্রার থলে। এই স্বর্ণমুদ্রাগুলো আমার। একা আমার। এর ভাগ আমি কাউকে দেবো না। সে পাথরের কিনারে ছায়ায় গিয়ে বসে। স্বর্ণমুদ্রার থলেটা সে নিজের কাছে রেখে দেয়।
কিছুক্ষণ পর দ্বিতীয় বন্ধুটিও ছায়ায় এসে বসে। বলে, না, বিচ্ছু টিচ্ছু কিছু নেই। নিরাপদে বসে কিছুক্ষণ বিশ্রাম নেয়া যাবে। পাথরের কোলে ঘুমিয়ে পড়ে তারা দু’জন।
দ্বিতীয় বন্ধুটির ঘুম ভাঙল আগে। আড়মোড় ভেঙে চোখ মেলতেই চোখ যায় প্রথম বন্ধুর দিকে। (চলবে)

 


আরো সংবাদ



premium cement