দেয়ালঘেরা ইচান কালা
- মুহাম্মদ রোকনুদ্দৌলাহ্
- ১২ অক্টোবর ২০২২, ০০:০৫
জানো, হারানো দিনের বিভিন্ন স্থাপনার জন্য মধ্য এশিয়ার খ্যাতি আছে। এ অঞ্চলের দেশ উজবেকিস্তান সম্ভবত একধাপ এগিয়ে। দেশটির খিভার নগর দেয়াল বিখ্যাত। খিভা নগরের ভেতরে দেয়ালঘেরা এক শহর আছে যার নাম ইচান কালা। এখানে রয়েছে প্রাচীন ও মধ্যযুগের বিভিন্ন স্থাপত্য নিদর্শন।
১৯৯০ সালে অভ্যন্তরীণ শহর ইচান কালা বিশ্ব ঐতিহ্য স্থানের মর্যাদায় ভূষিত হয়। পুরনো এ শহরে এখনো টিকে আছে ৫০-এর বেশি ঐতিহাসিক পুরাকীর্তি- কীর্তিস্তম্ভ এবং ২৫০টি পুরনো বাড়ি। এগুলো প্রধানত ১৮ ও ১৯ শতকের। এখানকার জুমা মসজিদ প্রতিষ্ঠিত হয় ১০ শতকে এবং এটি পুনর্নির্মাণ করা হয় ১৭৮৮ ও ১৭৮৯ সালে। তবে এর বিশেষ ছাদযুক্ত হলের ১১২টি স্তম্ভ প্রাচীন স্থাপনা থেকে নেয়া হয়েছে। ইচান কালার সবচেয়ে জমকালো বৈশিষ্ট্য এর ইটের দেয়াল এবং এখানকার চারটি ফটক, যার প্রত্যেকটির পাশে রয়েছে আয়তাকার দুর্গ। এগুলোর ভিত্তি প্রতিষ্ঠিত হয় সম্ভবত ১০ শতকে। আজকের ১০ মিটার উঁচু দেয়ালগুলো সম্ভবত ১৭ শতকের, যা পরে সংস্কার করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা