৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ন ১৪৩১, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
ঈ শ পে র গ ল্প

মরুপথের বন্ধু

রূপান্তর : শেখ আবদুল্লাহ নূর
-

হেঁটে হেঁটে এরা দক্ষিণে সাগরের দিকে যাবে। ভাগ্যের অন্বেষণে যাবে তারা। পাহাড়ের কোলে দরিদ্র গ্রাম। এ গ্রামে ভাগ্য ফেরাতে পারেনি তারা। কাজ নেই এখানে। তাই, গ্রামের অলস জীবন থেকে বের হয়ে এসেছে তারা। এসেছে এই উত্তপ্ত মরুর বুকে। এই মরুপথ পাড়ি দিয়ে বহু দূরে সাগরের কোলঘেঁষা গ্রামে যাবে তারা। সেখানে কাজ করবে, ফিরিয়ে আনবে নিজেদের ভাগ্য। ফিরিয়ে আনবে সুখ। পরিবারে শান্তি। আসলে সুখ কি এত সহজে ধরা দেয়?
দুই বন্ধু এই মরুপথ ধরেই হাঁটছে। দুপুর বেলা, গনগনে সূর্য মাথার ওপর। উত্তপ্ত বালুকাপথে হেঁটে হেঁটে এখন ক্লান্ত। মরুভূমিতে কোনো গাছপালা নেই। ছায়া নেই। কোথাও বসে একটু বিশ্রাম নেবে সে উপায় নেই। মাঝে মাঝে দুই একটি গুল্ম জাতের গাছ চোখে পড়ে। ওদের ছায়ায় শরীর ঢাকে না। তাছাড়া গুল্মলতার ঝোপে বিষধর সাপ ও কীটপতঙ্গ থাকে। (চলবে)


আরো সংবাদ



premium cement