৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ন ১৪৩১, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
জানা অজানা

নয়নতারা

নয়নতারা -

ছোট্ট বন্ধুরা,

ইতোমধ্যেই তোমরা বিভিন্ন গাছ সম্পর্কে জেনেছ, তাই না? নয়নতারা সম্পর্কে জানো কি? এটি কী? বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ঔষধি গাছ বা উদ্ভিদ। এর পাতা ও ফুল ওষুধ তৈরি করতে ব্যবহার করা হয়। নয়নতারা কর্কট (ক্যান্সার) ও বহুমুত্র (ডায়াবেটিস) রোগে কার্যকরী। বড় হয়ে তোমরা এ গাছের ঔষধি গুণ সম্পর্কে হয় তো আরো বেশি জানবে, শিখবে। কেউ বা করবে গবেষণা। মনে রেখো, নয়নতারার ইংরেজি periwinkle এবং এর বৈজ্ঞানিক নাম Catharanthes roseus. এবার এর ছবি দেখো।
-ইমরুল হাসান


আরো সংবাদ



premium cement