সারস ও কাঁকড়া
রূপান্তর: শেখ আবদুল্লাহ নূর- ২৪ সেপ্টেম্বর ২০২২, ০০:০৫
(গত দিনের পর)
: তবুও ভয় হয় আমার। যদি ফেলে দাও? সেই ভয়ে তোমার সাথে আমার যেতে ইচ্ছে নেই।
: সারস বলে, শুনো বন্ধু। এই শুকনো জলে না থেকে বুকে সাহস রাখো। আমি তোমাকে ঠিকই পদ্মবিলে নিয়ে ছেড়ে দিয়ে আসব। তোমার ভালোর জন্যই বলছি কথাটি।
কাঁকড়াটি মনে মনে ভাবছে, আমার সন্দেহ হয়। আসলেই কি তুমি মাছগুলোকে পদ্মবিলে নিয়ে গেছ? নাকি নিজেই খেয়ে ফেলেছে? বকের এত আগ্রহ কেন? আরো সতর্ক হতে হবে। না জানি এই জলাশয়ের মাছের কী অবস্থা করেছে সে।
কাঁকড়া বলে, শোন বন্ধু। তোমার এমন উপকারের কথা কেউ ভুলতে পারবে না। একে একে সব মাছ তুমি উড়িয়ে নিয়ে গেছো পদ্মবিলে। সেখানে মাছগুলো ছাড়া পেয়ে নতুন জীবন পেয়েছে। তোমার এমন উপকারের কথা মাছেরা কোনো দিনও ভুলবে না। কিন্তু আমি তো কাঁকড়া। আমাকে যখন ঠোঁটে ধরে তুমি উড়িয়ে নিয়ে যাবে, আমার লম্বা লম্বা চিমটে লাগানো ঠ্যাং দেখে তুমি নিজেই ভয় পাবে। তখন যদি ফেলে দাও আমায়?
(চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা