ক্লাসরুমে ক্ল্যাশ
- প্রিন্স আশরাফ
- ২৪ সেপ্টেম্বর ২০২২, ০০:০৫
বিশ.
পেছনের দিকের সেই পরিত্যক্ত ভবনের দিকে এগুতে লাগল।
ক্লাসরুম ৩৬৫ লেখা রুমের সামনে এসে দাঁড়াল। দেখেই বোঝা যায়, অনেক দিন কেউ এদিকে আসেনি। রুমের দরজার সামনে মাকড়সা বাসা বেঁধেছে। ধুলোর আস্তর জমেছে। পরিত্যক্ত একটা অংশ আছে স্কুলের। ওদিকে কেউ তেমন একটা ঘেঁষে না। ওখানেই কিংবদন্তির মতো একটা পরিত্যক্ত রুম আছে। ক্লাস রুম ৩৬৫। কোনো একজন ছাত্র দুষ্টুমি করে ৩৬৫ লিখে দিয়েছিল। পরে স্কুল কর্তৃপক্ষ লাল কালির ক্রস দিয়ে কেটে দিয়েছে।
সজীবের বুক দুরু দুরু করতে লাগল। আজকের বিজ্ঞান স্যার কি এই রুমের কথাই বলছিল? এটাই কি সেই ডেমোনেস্ট্রেটর রুম? তাহলে রুমের উপরে ক্লাসরুম ৩৬৫ লেখা থাকবে কেন? তাহলে হয়তো ওটা সাধারণ কোনো ক্লাস রুম। আর ওরা তাকে পরিত্যক্ত ক্লাস রুমের সামনে নিয়ে এলো কেন?
সজীব চিৎকার দিয়ে কাউকে ডাকতে চাইল। তখনই কামাল প্যান্টের পকেট থেকে ম্যাকগাইভার কাঠি বের করে সজীবের কোমরে ঠেকাল। ‘চিৎকার চেঁচামেচি করলে কিন্তু খবর আছে। তুই আমাদের একটা কিছু খেতে দেখেছিস। কাউকে বললে কিন্তু তোকে আস্ত রাখব না।’
সজীব চিৎকার গিলে ফেলল।
কানন বলল, ‘কেউ দেখে ফেলার আগে ওকে পাগলাগারদে ঢুকিয়ে দে। এক্সম্যান স্যারের ভূতের সাথে এক্সপেরিমেন্ট করুক।’
‘কিন্তু পাগলাগারদে তো তালা দেয়া।’ নয়ন বলল।
‘তাতে কী? আমার কাছে ম্যাকগাইভার কাঠি আছে না?
(চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা