সারস ও কাঁকড়া
রূপান্তর: শেখ আবদুল্লাহ নূর- ১৭ সেপ্টেম্বর ২০২২, ০০:০৫
(গত দিনের পর)
সারসের প্রস্তাবেও রাজি হলো। মনে তাদের বিশ্বাস জন্মেছে। এই সারস পাখির সাথে তারা পদ্মবিলে যেতে রাজি। মাছেরা এই আধশুকনো জলাশয় থেকে চলে যেতে চায়। বড় কষ্টে দিন কাটছিল তাদের।
সারস পাখিটি প্রথমেই একচোখা সেই খল্লা মাছকেই নিয়ে যাবে পদ্মবিলে। যেহেতু সে-ই প্রথমে দেখে এসেছে। তারই আগে যাওয়া উচিত।
সারস একচোখা খল্লা মাছকে তুলে নেয় ঠোঁটে। এর পর পাখা মেলে দেয় পদ্মবিলের দিকে। উড়ে চলছে সারস। কিন্তু না। এবার সে পদ্মবিলের পাড়ে গিয়ে বসল না। সে বসল গিয়ে সেই সুউচ্চ তালগাছটির মাথায়।
খল্লা মাছ বলে, একি বন্ধু, আমাকে এই তালগাছের মাথায় নিয়ে এলে কেন?
সারস পাখি এবার আসল রূপে ফিরে আসে। সে খল্লা মাছকে তালগাছের ডগার ওপর আছাড় মেরে ফেলে দেয়। তারপর ধমক দিয়ে বলে, এই চুপ! এতক্ষণ অনেক কষ্টে লোভ সামলিয়েছি। আর না। এবার তোকে আমি খাবলে খাবো। আমার লম্বা ঠোঁট দিয়ে ঠুকরে ঠুকরে খাবো। এই বলে ভীষণ এক ঠোকর মেরে দেয় খল্লার গায়ে। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা