সারস ও কাঁকড়া
রূপান্তর: শেখ আবদুল্লাহ নূর- ১৪ সেপ্টেম্বর ২০২২, ০০:০৫
(গত দিনের পর)
সেই চিরচেনা তপ্ত জলে পড়ে খল্লা মাছটি ছুটে চলে যায় অন্য পাশের কিছুটা গভীর জলে। যেখানে সব মাছ জড়ো হয়ে আছে।
গিয়ে দেখে তার জন্যই অপেক্ষা করছে সবাই। সেই সরপুঁটি ও অন্যান্য মাছ সবাই আছে। মুখে চিন্তার ছাপ। মনে ভাবনা। খল্লা মাছ কি ফিরে আসবে? নাকি সারস তাকে এতক্ষণে খেয়ে ফেলেছে। এমন ভাবনা ভাবতে ভাবতে জলের তল থেকে মাছেরা উপরে তাকায়। দেখে ওই তো, ওই যে খল্লা মাছ। এ দিকেই আসছে। সারস তাকে খায়নি তা হলে!
খল্লা মাছ ফিরে এলো সবার কাছে। এসে পদ্মবিলের আদ্যোপান্ত সব বলল। শেষে বলল, সারস পাখিটি সত্যিই ভালো। আমার সাথে বন্ধুর মতো আচরণ করেছে। তার মনে অন্য কোনো ধান্ধা নেই।
সবাই বাহবা দিল খল্লাকে। তোমার সাহস আছে। আজদাহা এক বকের মুখে স্বেচ্ছায় চলে গিয়েছিলে। কী সাহস রে বাবা!
মাছেরা সবাই দেখে, দূরে হাঁটু পানিতে সারস পাখির ঠ্যাং দেখা যায়। ঝাঁক বেঁধে তারা চলল সারসের কাছে। ধন্যবাদ জানাল সবাই। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা