৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ন ১৪৩১, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
জানা-অজানা

মেডুসা

-

ছোট্ট বন্ধুরা,
তোমরা তো জানোই নানান কিসিমের প্রাণী রয়েছে আমাদের গ্রহে। কিসিম মানে কী? প্রকার। আমাদের গ্রহের নাম কী? পৃথিবী। আজ জানবে তোমরা মেডুসা সম্পর্কে। এটি কী? একধরনের সামুদ্রিক প্রাণী। এর চেহারা অদ্ভুত। দেখতে অনেকটা ব্যাঙের ছাতার মতো। মেডুসার নিচের দিকটা শ্যাওলার মতো। হঠাৎ দেখলে মনে হতে পারে পানির ঝাঁজি, কোনো উদ্ভিদ বা স্পঞ্জ। মনে যা হোক না কেন, এটি আসলে প্রাণী। এ প্রাণীর শরীর খুবই নরম। জোরে ঢেউ লাগলে এর শরীর ছিঁড়েখুঁড়ে যায়। তাই এটি সাধারণত থাকে অন্ধকার সাগরের তলায়। এখানে পানিতে তেমন জোরে ঢেউ ওঠে না। এবার ছবি দেখো।
-ইমরুল হাসান

 


আরো সংবাদ



premium cement