৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ন ১৪৩১, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
নি ত্যো প ন্যা স

ক্লাসরুমে ক্ল্যাশ

-

পনেরো.
গোটা ক্লাসে পিনপতন নীরবতা। বিজ্ঞান স্যার এক্সম্যান চলে যাওয়ার পরে ইনি নতুন জয়েন করেছেন। গম্ভীর চেহারার একজন মানুষ। বিজ্ঞান স্যার কিন্তু সবসময় ফিটফাট থাকতে পছন্দ করেন। বয়স পঁয়ত্রিশের বেশি হবে না। পরিপাটি করে চুল আঁচড়ানো। কামানো মুখে তেলচকচক করছে।
পারফিউমের গন্ধে গোটা ক্লাস ভরে গেছে। অনেকেই বলে, এক্সম্যান স্যার খুন হওয়ার পেছনে এই স্যারের হাত আছে। স্যারের চাকরির জায়গা দখল করতেই নিঃসঙ্গ মানুষটাকে খুন করে লাশ গুম করে ফেলেছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে স্কুলের চাকরি নিয়েছে।
বিজ্ঞান স্যার মুখ বিকৃত করে বললেন, ‘আমার ক্লাসে টুঁ শব্দটি হবে না, বুঝেছ। আমাকে তোমাদের এক্সম্যান স্যার পাওনি। ছাত্রদের সাথে হাহা হিহি করব আর এক্সপেরিমেন্টের নামে যত্তোসব ফালতু কিসিমের বিস্ফোরণ ঘটাব।’ এক্সম্যান স্যার একবার একটা এক্সপেরিমেন্ট করতে গিয়ে বিস্ফোরণ ঘটিয়ে ফেলেছিলেন। স্যারের হাতের কিছুটা পুড়ে গিয়েছিল। ল্যাবে আরেকটু হলে আগুন ধরে যেত। স্যার ফায়ারএক্সটিংগুইশার দিয়ে নিভিয়ে ফেলেছিলেন। নতুন বিজ্ঞান স্যার কথা প্রসঙ্গেই ওই ঘটনা বলে ঠাট্টা করেন।
বিজ্ঞান স্যার ব্লাকবোর্ডের দিকে এগিয়ে গেলেন। ভাবখানা যেন বিরাট কিছু করাবেন। কিন্তু তিনি কোনো সূত্র নয় কিছু নয়, শুধু বড় বড় অক্ষরে চক দিয়ে লিখলেন, ‘বিজ্ঞান ক্লাস।’
(চলবে)

 


আরো সংবাদ



premium cement