মনীষী আল-মাহানি
- লোপাশ্রী আকন্দ
- ১১ সেপ্টেম্বর ২০২২, ০০:০৫
মনীষী আল-মাহানির কথা বলছি। তিনি ইসলামি সভ্যতার সোনালি যুগের জ্যোতির্বিজ্ঞানী। জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে তিনি বেশ ক’টি প্রামাণ্য বই লেখেন। অঙ্কশাস্ত্রেও তিনি যশস্বী। গোলক সম্বন্ধে গবেষণামূলক উদ্ভাবনী প্রতিভার জন্য আজো তিনি স্মরণীয় ও বরণীয়। আর্কিমিডিসের প্রবর্তিত ও প্রচলিত গোলক বিষয়ে তিনি গবেষণা করেন। আধুনিক গোলকে যেসব সূত্র ব্যবহার করা হয়, সেসব সূত্রের তিনিই উদ্ভাবক। আর তাই আল-মাহনিকে আধুনিক গোলকের স্রষ্টা হিসেবে অভিহিত করা হয়। আর্কিমিডিসের গোলক বিষয়ে গবেষণা করতে গিয়ে তিনি যেসব প্রণালী সম্পর্কে আলোচনা করেন, তা এখনো প্রচলিত।
আর্কিমিডিস আয়তনের কোনো নির্দিষ্ট অনুপাত অনুসারে গোলককে বিভিন্ন খণ্ডে বিভক্ত করার পন্থা নির্দেশ করেন। একে ভিত্তি করে আল-মাহানিও গোলককে খণ্ডে খণ্ডে ভাগ করে বিস্তারিত আলোচনা করেন এবং এ বিষয়ে বেশ কিছু নতুন পন্থাও আবিষ্কার করেন। আল-মাহানির আবিষ্কৃত পন্থাগুলো আজো অঙ্কশাস্ত্রে বিশেষ স্থান অধিকার করে। গোলক সম্পর্কিত গবেষণামূলক উদ্ভাবনী প্রতিভাই তার জন্য বিজ্ঞান জগতে স্মরণীয় হয়ে থাকার জন্য যথেষ্ট। তবে এর বাইরেও তার অবদান আছে। তিনি অঙ্কশাস্ত্রে মুনশিয়ানার পরিচয় দিয়ে ত্রৈমাত্রিক সমীকরণের সম্পাদ্যে ত্রিকোণমিতির সাহায্য নেন, যা সেই সময়ের অঙ্কবিদদের কল্পনার বাইরে। তার মানে তিনি এর পথপ্রদর্শক।
গোলকবিষয়ক আলোচনায় যে বীজগাণিতিক সমীকরণের উদ্ভব হয়, তার সমাধানে আল-মাহানি ত্রৈমাত্রিক কোণের চিহ্ন ব্যবহার করেন। ত্রিকোণমিতির ব্যবহার তার অসাধারণ পা-িত্যের পরিচয় দেয়। কারণ সেই যুগে ত্রিকোণমিতির ব্যবহার ছিল সবার ভাবনার বাইরে।
তিনি শুধু জ্যোতির্বিজ্ঞানী ও অঙ্কবিদই ছিলেন না, আরবি ভাষায় বই অনুবাদক হিসেবেও তার খ্যাতি আছে। আরবি ভাষায় বই অনুবাদ করে তিনি প্রায় লুপ্ত আর্কিমিডিসকে সর্বপ্রথম বিশ্বসভ্যতার উচ্চস্তরে আসন দেন। আর্কিমিডিসের গোলক ও স্তম্ভক সম্পর্কিত বইগুলো তিনি অনুবাদ করেন। ইউক্লিডের জ্যামিতির পঞ্চম ও দশম খ-ের ভাষ্য লেখেন আল-মাহানি।
আল-মাহানির পুরো নাম আবু-আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসা মাহানি। তার জন্ম ইরানের মাহানে, ৮২০ সালে। মৃত্যু ৮৮৪ সালে। এ সময় আরব সাম্রাজ্য বিস্তৃত ছিল এশিয়া, আফ্রিকা ও ইউরোপের বিশাল এলাকায়। আর মুসলমানেরা ছিল জ্ঞান-বিজ্ঞান ও সামরিক শক্তিতে বিশ্বের শ্রেষ্ঠ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা