৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ন ১৪৩১, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
নি ত্যো প ন্যা স

ক্লাসরুমে ক্ল্যাশ

নিলয় তিনজনের মধ্যে ছোটখাটো। মাথা ভর্তি কোঁকড়ানো চুলে ওরে আরো পিচ্চি লাগে। বন্ধুরা ওর সামনেই ওকে পিচ্চি নিলয় বলে ডাকে
-

তেরো.
বদলির চাকরির বাবার সন্তানদের এরকম স্কুল বদলানোটা ডালভাতের মতো।
সজীব ফিসফিস করে রাফিকে বলল, ‘তুমি কিন্তু পুরানো স্কুলের ঘটনাটা বলোনি?’
নিলয় পাশ থেকে চোখ বড় বড় করে বলল, ‘কী ঘটনা?’
ওরা তিনজনই পুরানো স্কুলের ক্লাসে বসে আছে। ওদের বয়স বারো। পড়ে ক্লাস সেভেনে। সেভেনের কারণেই এখনো ওদেরকে নতুন স্কুলে নেয়া হয়নি। নাইন টেন চলে গেছে নতুন ভবনে। অফিসরুম এখনো এখানে। আর নিচের দিকের ক্লাসগুলোও এখনো এখানে হয়। কাজ কমপ্লিট হলে নতুন ভবনে শিফট হবে।
রাফি নিলয়ের দিকে কটমট করে তাকিয়ে বলল, ‘তুই জানিস না?’
‘কী?’ নিলয় অবাক গলায় বলল।
‘এক্সম্যানের ঘটনা।’
হরিপদ স্যার একবার চোখ তুলে তাকালেন। তিনজনই বই পড়ার ভান করতে লাগল। স্যার আবার খাতায় মনোযোগী হলে সজীব জিজ্ঞেস করল, ‘এক্সম্যান কী? তার কিসের ঘটনা?’
রাফি ঘটনা বলতে পারল না। হরিপদ স্যার ভাবসম্প্রসারণ লিখতে দিলেন।
‘এরপরে বিজ্ঞান ক্লাস। ওই দেখ, স্যার বাইরে দাঁড়িয়ে আছে।’ নিলয় ফিসফিস করে বলল। নিলয় তিনজনের মধ্যে ছোটখাটো। মাথা ভর্তি কোঁকড়ানো চুুলে ওরে আরো পিচ্চি লাগে। বন্ধুরা ওর সামনেই ওকে পিচ্চি নিলয় বলে ডাকে। নিলয় তাতে কিছু মনে করে না। (চলবে)


আরো সংবাদ



premium cement