৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ন ১৪৩১, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বিজ্ঞানী কাজবিনি

-

কাজবিনির কথা বলছি। তিনি ইসলামি সোনালি যুগের অন্যতম বিখ্যাত বিজ্ঞানী । বহুমুখী প্রতিভার অধিকারী এই ব্যক্তি বর্তমান ইরাকের ওয়াসিত এবং দিল্লির কাজি ছিলেন।
কাজবিনি বেশ ক’টি বই লেখেন। তার বিখ্যাত একটি বইয়ের নাম ‘আস্তায়েবোল মখলুকাত ওয়া গারায়েবুল মাওজুদাত’। এ বইয়ের প্রথম খণ্ডে আলোচনা করা হয় গ্রহ, নক্ষত্র ও ফেরেশতা সম্পর্কে। আর দ্বিতীয় খ-ে আলোচনা করা হয় লতাপাতা, জীবজন্তু, খনিজদ্রব্য, মানুষ ইত্যাদি সম্পর্কে। তার দ্বিতীয় বিখ্যাত বইয়ে ভূগোল বিষয়ে আলোচনা করা হয়।
কাজবিনির জন্ম ১২০০ সালে এবং মৃত্যু ১২৮৩ সালে। বিশ্বসভ্যতায় অবদান রাখার জন্য এখনো তিনি স্মরণীয় ও বরণীয়।


আরো সংবাদ



premium cement